News:

বিদ্যালয়ের ইতিহাস: ০১-০৭-৬৭ খ্রি: থেকে নিম্ন মাধ্যমিক হিসেবে স্বীকৃতি পেয়ে ১৯৭৩ সালে গোপালপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয় নামে আত্ম প্রকাশ করে । বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জনাব মরহুম শেখ আহম্মদ আলী সাহেব , যিনি ছিলেন সমাজ সেবক, বিদ্যানুরাগী এবং একাধিক বার নির্বাচিত সফল চেয়ারম্যান। যার ঐকান্তিক প্রচেষ্টায় এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে । এ ছাড়াও তিনি ১১নং পিন্জুরী ইউনিয়নের আরো কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা । যিনি বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আমৃত্যু ছিলেন। বিদ্যালয়টির দশম শ্রেনি খোলাকালীন সময়ে প্রধান শিক্ষক ছিলেন আলহাজ সুলতান মাহামুদ মিয়া । তার পরবর্তীতে বিভিন্ন পদ পরিক্রমায় বিদ্যালয়টিতে বিভিন্ন প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলীর সহযোগীতায় সুনামের সহিত পরিচলিত হয়ে আসছে । বর্তমান প্রধান শিক্ষক চিত্তরঞ্জন মন্ডল বি.এসসি,বি.এড.(১ম শ্রেণি) । বিগত ১২/১০/ ২০০৯ খ্রি: থেকে অত্র বিদ্যালয়টি অনন্য দক্ষতার সহিত পরিচালনা করে আসছেন । তার ঐকান্তিক প্রচেষ্ঠায় সফল শিক্ষক মন্ডলী ও সুযোগ্য পরিচালনা কমিটি এবং এলাকাবাসীর সহযোগীতায়  বিগত ৫ বৎসরের  অর্জন সমূহ নিম্নরূপ: (ক) বিগত  ৩ বছরের এস.এস.সি. পরীক্ষার পাশের গড় ৯৮.১৪ % এবং জে.এস.সি. পাশের গড় ৯১.১৮%,২০১০ইং সালে এ জেএস.সি পরীক্ষায় ১টি ট্যালেন্টপুল ,একটি সাধারন ২০১১ইং সালে ২টি ট্যালেন্ট , ১টি সাধারন এবং ২০১৩ইং সালে ১টি ট্যালেন্ট ,১টি সাধারন বৃত্তি পেয়েছে, ২০১৪ ইং সালে এস.এস.সি.পরীক্ষায় ৪টি অ+ পেয়েছে এবং ২০১৫ ইং সালে এস.এস.সি পরীক্ষায় ১টি অ+। ২০১৪ সনে জে.এস.সি. পরীক্ষায় ৩টি অ+ পেয়েছে।
 (খ) বিতর্ক প্রাতযোগিতা :
১) ব্রাক কর্তৃক ২০১২ ইং সালে জেলা চ্যাম্পিয়ন ও ক্রেস্ট  প্রাপ্তি। 
২) সমকাল কতৃক ২০১৩ ইং সালে জেলা চ্যাম্পিয়ান ও ক্রেস্ট প্রাপ্তি ।
৩) বিদ্যালয়ে প্রতি বৃহস্পতিবার সহপাঠক্রমিক কার্যবলী পরিচালিত ।
৪) বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ক্রেস্ট প্রদান ও আর্থিক অনুদান ।
৫)উপজেলা ও জেলা পর্যায় বিভিন্ন জাতীয় খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।
৬)অবসর প্রাপ্ত সন্মানিত শিক্ষকমন্ডলীদের ক্রেস্ট প্রদান ও সম্মাননা দান ।
৭)কাবাডি , ক্রিকেট ,সাঁতারসহ বিভিন্ন খেলায় জেলা চ্যাম্পিয়ান ও ক্রেস্ট প্রাপ্তি।